রংপুরের পীরগঞ্জ উপজেলায় ষষ্ঠশ্রেণির স্কুলছাত্রীকে অস্ত্রের মুখে অপহরণের পর গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। পরবর্তীতে তার গলায় ওড়না পেঁচিয়ে নৃশংসভাবে হত্যা করে দুবৃর্ত্তরা।
শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলাটির চন্ডিপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন পীরগজ্ঞ থানার ওসি সরেশ চন্দ্র।
পুলিশ ও স্বজনরা জানান, চন্ডিপুর গ্রামের হিরু মিয়ার মেয়ে স্থানীয় চন্ডিপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল। শনিবার সকালে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে অস্ত্রের মুখে অপহরণ করে। পরে পাশের একটি জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। সংঘবদ্ধ ধর্ষণের পর দুবৃর্ত্তরা গলায় ওড়না পেঁচিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে। এলাকাবাসী ওই স্থানে মেয়েটির লাশ পড়ে থাকতে দেখে তার স্বজনদের খবর দেয়। স্বজনরা থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।
পীরগজ্ঞ থানার ওসি জানান, “শিশুটির লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজে পাঠানো হবে। এ ঘটনায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।”
তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকেই গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানান ওসি।