Monday, May 20, 2024

সেকশন

English
Dhaka Tribune

খোঁজ মিললো যুবলীগ নেতা খালেদের ‘টর্চার সেলের’

ইস্টার্ন কমলাপুর কমার্শিয়াল কমপ্লেক্স নামে ভবনের চতুর্থ তলায় ছিল এই টর্চার সেলের অবস্থান

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ১০:০৪ পিএম

যুবলীগ নেতা খালেদ মাহমুদকে গ্রেফতারের পর তার পরিচালিত কথিত একটি ‘টর্চার সেলের’ সন্ধান পেয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব)।

বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর কমলাপুর এলাকায় ‘টর্চার সেলটির’ সন্ধান পায় র‍্যাব-৩।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কমলাপুর রেলস্টেশনের বিপরীত দিকে অবস্থিত ইস্টার্ন কমলাপুর কমার্শিয়াল কমপ্লেক্স নামে ভবনের চতুর্থ তলায় ছিল এই টর্চার সেলের অবস্থান।


আরও পড়ুন- ক্যাসিনো চালানোর অভিযোগে যুবলীগ নেতা খালেদ মাহমুদ আটক


স্থানীয় ও র‍্যাব সূত্রে খবর, দাবিকৃত চাঁদা দিতে অস্বীকার করলে লোকজনকে ধরে এনে সেখানে অত্যাচার করতেন খালেদ। গোয়েন্দা তথ্য এবং বিভিন্ন সময় খালিদের হাতে নির্যাতিতদের দেওয়া তথ্যানুযায়ী সেখানে অভিযান চালায় র‍্যাব।

অভিযানে বৈদ্যুতিক শক, কাঠের তৈরি লাঠি, নগদ অর্থ, ১৯০টি ইয়াবা ট্যাবলেট, পাঁচটি বিয়ারের ক্যান, তিনটি মোবাইল ফোন এবং দু'টি ল্যাপটপ উদ্ধার করা হয় কথিত ওই টর্চার সেল থেকে।


আরও পড়ুন- রাজধানীতে যুবলীগ নেতার ‘ক্যাসিনো’তে র‌্যাবের অভিযান


প্রসঙ্গত, রাজধানীর ফকিরাপুল ইয়ংমেন্স ক্লাবে ‘ক্যাসিনো’ চালানোর অভিযোগে যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে বুধবার আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। ইতোমধ্যে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে চারটি মামলা করা হয়েছে।

About

Popular Links