Monday, March 17, 2025

সেকশন

English
Dhaka Tribune

তথ্যমন্ত্রী: ঢাকার মতো চট্টগ্রামেও অভিযান শুরু হবে

'মাদক, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে'

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, ১০:২২ পিএম

রাজধানী ঢাকার মতো চট্টগ্রামেও দুর্নীতি, অনিয়ম ও মাদকবিরোধী অভিযান শুরু হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে থিয়েটার ইনস্টিটিউট, চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে আন্তঃস্কুল জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, "ঢাকায় মাদক ও অনিয়মের বিরুদ্ধে অভিযান চলছে। যেখানে অন্যায় অনিয়ম সেখানেই ব্যবস্থা নেয়া হচ্ছে। কে কোন দলের, কোন মতের সেটা দেখা হচ্ছে না। খুব শিগগির চট্টগ্রামেও এই অভিযান শুরু হবে এবং অব্যাহত থাকবে।"

এসময় বিতর্ক প্রতিযোগিতা প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, "আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন দেশে একটি টেলিভিশন ছিল। সেখানে বিতর্ক ছিল প্রেসট্রিজিয়াস। আমার হলের পক্ষ থেকে সেই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলাম। অনেক বছর, দেড় দশক বন্ধ ছিল। আমাকে প্রধানমন্ত্রী তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার পর আবার চালু করেছি।"

বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস এম হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য ওয়াসিকা আয়েশা খাঁন, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আজহারুল হক, অতিরিক্ত সচিব (সম্প্রচার) নুরুল করিম প্রমুখ।

   

About

Popular Links

x