গোপালগঞ্জ মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে যাত্রীবাহী নাইট কোচের ধাক্কায় পুলিশের সুবেদারসহ ৪ বাসযাত্রী নিহত ও কমপক্ষে ১৫জন আহত হয়েছে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে ঢাকা-খুলানা মহাসড়কের গোপালগঞ্জে সদর উপজেলার সোনাশুর নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন গোপালগঞ্জ পুলিশ লাইনে কর্মরত সুবেদার আব্দুর রশিদ (৪৫), পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার রাজলক্ষ্মী গ্রামের নারায়ন হাওলাদারের ছেলে বিজন হাওলাদার (২৩), একই উপজেলার পাতিলাখালী গ্রামের নূর ইসলামের ছেলে রাসেল (২২) ও ছোট আমতলী গ্রামের দশরত মন্ডলের ছেলে কমল মন্ডল (২৪)।
পুলিশের সুবেদারসহ ৪ বাস যাত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মোঃ আতাউর রহমান জানান, চাকা পাংচার হয়ে রড বোঝাই একটি ট্রাক সোনাশুরে হাইওয়ের পাশে দাঁড়িয়ে ছিলো। ঢাকা থেকে ছেড়ে আসা পিরোজপুরগামী ইমাদ পরিবহনের একটি নৈশ কোচ ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দিলে বাস ও ট্রাক দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের ৩ যাত্রী নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হয়। সুবেদার আব্দুর রশিদকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
হাসপতালে হাইওয়ে থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও গ্রামবাসী হতাহতদের উদ্ধার করে। আহত ১৫জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপতালে নিয়ে যাওয়া হয়। এদেরমধ্যে আশংকাজনক অবস্থায় ২জনকে খুলনা পাঠানো হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।