Monday, May 20, 2024

সেকশন

English
Dhaka Tribune

পদ্মায় জেলের জালে উঠলো বোতল বোতল বিদেশি মদ

পুলিশের ধারণা মাদক ব্যবসায়ীরা নদীপথে নতুন পদ্ধতিতে মদ পাচার করছিল।

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৯, ০৪:৪১ পিএম

পাবনার সুজানগর উপজেলায় পদ্মা নদীতে মাছ ধরার সময় জেলেদের জালে উঠেছে ২৮ বোতল মদ। রোববার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার নাজিরগঞ্জের গোয়ালিয়া বাজার সংলগ্ন পদ্মা নদীতে এঘটনা ঘটে। 

সুজানগর থানার পরিদর্শক (তদন্ত) হাদিউল ইসলাম জানান, স্থানীয় জেলেরা পদ্মায় মাছ ধরার সময় তাদের জালে একটি প্লাস্টিকের ড্রাম আটকে যায়। ওই ড্রাম দেখে জেলেদের সন্দেহ হলে তারা পুলিশে খবর দেয়। খবর পেয়ে উপপরিদর্শক (এসআই) গোপাল চন্দ্র মণ্ডল টিম নিয়ে ঘটনাস্থলে যান। পরে নদী থেকে ড্রামটি উদ্ধার করে পুলিশ। সেটি খুলে ২৮ বোতল বিদেশি মদ ও একটি মোবাইল ফোন পাওয়া যায়।

হাদিউল ইসলাম আরও বলেন, পুলিশের ধারণা মাদক ব্যবসায়ীরা নদীপথে নতুন পদ্ধতিতে মদ পাচার করছিল। পাচারের জন্য ব্যবহার করা হয়েছে মোবাইল ফোন। মোবাইল ফোনে ড্রামের অবস্থান শনাক্ত করে মদের বোতলগুলো উদ্ধার করে নিত পাচারকারীরা। 

পুলিশ বিদেশি মদ ও মোবাইল ফোন উদ্ধারের পর বিষয়টি অধিকতর গুরুত্ব দিয়ে দেখছে। এই চালানের সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

About

Popular Links