Saturday, May 25, 2024

সেকশন

English
Dhaka Tribune

সড়ক ও ফুটপাত দখল মুক্ত করতে ডিএনসিসির অভিযান

'উত্তরা মুক্ত করা শেষে অন্যান্য এলাকায় এ অভিযান চালানো হবে'

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৯, ০৬:৪২ পিএম

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) রবিবার সড়ক ও ফুটপাত থেকে সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে রাজধানীর উত্তরায় সোনারগাঁ জনপথ থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে।

রবিবার (২২ সেপ্টেম্বর) উত্তরার বিভিন্ন সেক্টরে চালানো এ উচ্ছেদ অভিযানে নির্বাহী মেজিস্ট্রেট ও ডিনএনসিসি কর্মচারীদের পাশাপাশি ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম নেতৃত্ব দেন বলে ইউএনবি'র একটি খবরে বলা হয়।

উচ্ছেদ অভিযান উদ্বোধন অনুষ্ঠানে মেয়র আতিকুল বলেন, "ডিএনসিসির আওতাধীন অন্যান্য এলাকাও অবৈধ দখলদারিত্ব থেকে মুক্ত করা হবে।"

এ অভিযান এলাকাভিত্তিক চালানো হবে জানিয়ে তিনি আরও বলেন, "আমি নিজেই এ কার্যক্রমের তদারকি করবো। উত্তরা মুক্ত করা শেষে অন্যান্য এলাকায় এ অভিযান চালানো হবে।"

আতিকুল ইসলাম বলেন, "পাঁচ থেকে দশদিন লাগলেও কোনো এলাকার উচ্ছেদ অভিযান থামানো হবে না।"

এর আগে গত ১৭ সেপ্টেম্বর রাজধানীর গুলশান-২ এ নগর ভবনে অনুষ্ঠিত এক সভায় ডিএনসিসির বিভিন্ন সড়কে থাকা সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে ঘোষণা দেন মেয়র আতিক।

About

Popular Links