Tuesday, May 28, 2024

সেকশন

English
Dhaka Tribune

গুলশানে স্পা সেন্টারে পুলিশের অভিযান, নারীসহ আটক ১৯

স্পা সেন্টারের আড়ালে যৌন ব্যবসার সুনির্দিষ্ট অভিযোগে এ অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৯, ১১:০৪ পিএম

রাজধানীর গুলশানে তিন স্পা সেন্টারে অভিযান চালিয়ে ১৬ নারীসহ ১৯ জনকে আটক করেছে পুলিশ। 

রবিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাজধানীর গুলশানে নাভানা টাওয়ারের তিনটি স্পা সেন্টারে অভিযান চালানো হচ্ছে। 

স্পা সেন্টারগুলো হলো— লাইফ স্টাইল অ্যান্ড হেলথ ক্লাব, রেসিডেন্ট সেলুন অ্যান্ড স্পা এবং ম্যাংগো স্পা।

স্পা সেন্টারের আড়ালে যৌন ব্যবসার সুনির্দিষ্ট অভিযোগে এই অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্তী বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে স্পা সেন্টারগুলোতে  অভিযান চালানো হচ্ছে। স্পা বা সেলুনের আড়ালে সেখানে যৌন ব্যবসা চলতো। পর্যায়ক্রমে অন্যগুলোতেও অভিযান চালানো হবে।

About

Popular Links