নারায়ণগঞ্জের আড়াইহাজারে ধর্ষণের ভিডিও ধারণ করে ওই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এক কারখানা শ্রমিককে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার (২৭ সেপ্টেম্বর ) বিকেলে এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারীর একটি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন। কাজে যাতায়াতের পথে তার পরিচয় হয় রূপগঞ্জের হোরগাঁও গ্রামের নজরুল ইসলামের ছেলে রকিব (২৩) ও তার বন্ধু আড়াইহাজার উপজেলার ইদবারদী গ্রামের সুজনের (২৫) সাথে। এক পর্যায়ে রকিবের সাথে তার প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে। এই সুযোগে বিয়ের কথা বলে বন্ধু সুজনের বাড়িতে নিয়ে গিয়ে ভুক্তভোগীকে ধর্ষণ এবং ধর্ষণের ভিডিও মোবাইলে ধারণ করে রকিব। পরবর্তীতে এই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে গত ৭ মাস ধরে ভুক্তভোগীকে ধর্ষণ করে রকিব।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, "মামলা রেকর্ড করা হয়েছে। আসামিকে আটক করা হয়েছে। আসামিকে কোর্টে চালান দেওয়ার কাজ চলছে।"