Thursday, May 30, 2024

সেকশন

English
Dhaka Tribune

ইতালিতে শিশুদের গায়ে হাত তোলায় গ্রেফতার বাংলাদেশি ইমাম

গ্রেফতার হওয়া ২৩ বছর বয়সী মসজিদের ওই ইমামের বাড়ি নরসিংদী জেলায়

আপডেট : ০২ অক্টোবর ২০১৯, ১২:৫৪ পিএম

ইতালির পর্যটন নগরী ভেনিসে কোরআন শিক্ষা দেওয়ার সময় শিশুদের গায়ে হাত তোলার অভিযোগে বাংলাদেশি এক ইমামকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।

মঙ্গলবার (১ অক্টোবর) স্থানীয় পা‌দোভা ইসলা‌মিক কালচারাল সেন্টার নামের একটি মস‌জি‌দ থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি মসজিদটিতে কোরআন শিক্ষক হিসেবে নিয়োজিত ছিলেন বলে জানিয়েছে ইতালীয় সংবাদমাধ্যম আনসা।

প্রসঙ্গত, গ্রেফতার হওয়া ২৩ বছর বয়সী মসজিদের ওই ইমামের বাড়ি নরসিংদী জেলায়। 

গ্রেফতার হওয়া ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, কোরআন শিক্ষা নিতে যাওয়া পাঁচ থেকে ১০ বছর বয়সী বাংলা‌দেশি ও ইতালীয় শিশুদের মাথায় প্রায়ই আঘাত করতেন তিনি। সম্প্রতি দেশটির গণমাধ্যমে কোরআন শিখতে আসা শিক্ষার্থীদেরকে মারার খবর প্রচারিত হয়। এ‌রই প্রেক্ষিতে মঙ্গলবার তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, এরআগেও শিশু‌দের গায়ে যাতে হাত না তোলার জন্য তাকে কয়েক দফায় সতর্ক করে দি‌য়ে‌ছিল মসজিদ প‌রিচালনা ক‌মি‌টি। 

গ্রেফতার প্রসঙ্গে পাদোভার মেয়র সার্জিও গিওরদানি বলেন, “শিশুদের অবশ্যই মারধর করা উচিত নয়। এটা বন্ধ করে আমাদের ইতিবাচক পরিবর্তন আনতে হবে।”

About

Popular Links