Thursday, March 27, 2025

সেকশন

English
Dhaka Tribune

সীতাকুণ্ডতে এক বাড়ি থেকে ৪৫ রোহিঙ্গা আটক

আটককৃতরা কক্সবাজারের বিভিন্ন শরণার্থী শিবির থেকে পালিয়ে এসে সীতাকুণ্ডের একটি কারখানায় কাজ করছিলেন

আপডেট : ০২ অক্টোবর ২০১৯, ০৪:১৯ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর মোল্লার একটি বাড়ি থেকে ৪৫ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১ অক্টোবর) রাতে তাদের আটক করা হয়। এসব রোহিঙ্গা কক্সবাজারের বিভিন্ন শরণার্থী শিবির থেকে পালিয়ে এসে সীতাকুণ্ডের একটি কারখানায় কাজ করছিলেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত পৌনে ১২টার দিকে এলাকাটি ঘিরে রেখে বাড়িতে অভিযান চালিয়ে এক ঘর থেকে ৪৫ জন রোহিঙ্গাকে আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শামীম শেখ বলেন, “কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে এ রোহিঙ্গারা সীতাকুণ্ডের কেশবপুর মোল্লাপাড়ার মোবারক সওদাগরের আশ্রয়ে ছিল। আমরা বড় একটি ঘর থেকে তাদের আটক করেছি।”

অনুপ্রবেশের দায়ে আটক রোহিঙ্গাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে জানিয়ে ওসি (গোয়েন্দা) সুমন বণিক বলেন, “তাদের আশ্রয়দাতাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

   

About

Popular Links

x