রাজধানীর বাড্ডা এলাকার আফতাব নগর ঝিলে নৌকা ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
নিহত দুইজনের নাম সাকিব ও সামি। বাড্ডা থানার পরিদর্শক (অপারেশন) মো. ইয়াছিন গাজী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় একটি মাঠে খেলাধুলা শেষে নৌকা দিয়ে ঝিল পার হচ্ছিল শিক্ষার্থীরা। ঝিলের মাঝামাঝি পৌঁছলে নৌকাটি ডুবে যায়। নৌকাটিতে মোট সাত শিক্ষার্থী ছিল। তাদের পাঁচজন তীরে উঠতে পারলেও সাকিব ও সামি উঠতে পারেনি।
খবর পেয়ে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে।