রাজধানীর কাকরাইলে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন সম্রাটকে নিয়ে যুবলীগের কার্যালয়ে অভিযান চালাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
এরআগে রবিবার (৬ অক্টোবর) বেলা সোয়া একটার দিকে কুমিল্লা থেকে ঢাকা আনা হয় সম্রাট ও তার সহযোগী আরমানকে। এরপরই যুবলীগের কার্যালয় ঘেরাও করে র্যাব।
আরও পড়ুন - সম্রাটকে যুবলীগ থেকে বহিষ্কার
এদিকে অসামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকায় যুবলীগ থেকে এ দু’জনকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় প্রচার সম্পাদক ইকবাল মাহমুদ বাবলু।
প্রসঙ্গত, একইদিন ভোর ৫টায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা থেকে গ্রেফতার করা করা হয় তাদের।