Tuesday, July 08, 2025

সেকশন

English
Dhaka Tribune

বৃষ্টির পর ঢাকার বাতাসের মানের উন্নতি

বৃহস্পতিবার সকাল ৮টা ২১ মিনিটে একিউআইতে ৬৫ স্কোর নিয়ে ঢাকার অবস্থান দাঁড়ায় ৪০তম, যেখানে গত সোমবার এই স্কোর ছিল ২২২

আপডেট : ১০ অক্টোবর ২০১৯, ০৭:১২ পিএম

বৃষ্টির পর সকালে বাতাসের মান সূচকে (একিউআই) উল্লেখযোগ্য অগ্রগতির দেখা পেয়েছে রাজধানী ঢাকা। বৃহস্পতিবার সকাল ৮টা ২১ মিনিটে একিউআইতে ৬৫ স্কোর নিয়ে ঢাকার অবস্থান দাঁড়ায় ৪০তম। বাতাসের মান ছিল মাঝারি পর্যায়ের।

প্রসঙ্গত, প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা সূচক একিউআই একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের জন্য কোন ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে তা জানায়।

একিউআই’তে ৫১ থেকে ১০০ স্কোর পাওয়ার মানে হলো বাতাসের মান গ্রহণযোগ্য। ১০১ থেকে ১৫০ স্কোর পাওয়ার অর্থ হচ্ছে বাতাসের মান দূষিত। আর মান ২০১ থেকে ৩০০ হলে মানুষ লক্ষণীয়ভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং এসময় মানুষকে বাড়ির ভেতরে থাকতে ও তাদের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়।


আরও পড়ূন : ঢাকার বাতাসের মানের মারাত্মক অবনতি


উল্লেখ্য, সূচকে ১৯৫ স্কোর নিয়ে সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় প্রথমে রয়েছে দিল্লি। তার পরে ১৮৬ ও ১৭৩ স্কোর নিয়ে যথাক্রমে আছে ভিয়েতনামের হ্যানয় ও ইন্দোনেশিয়ার জাকার্তা।

এর আগে গত সোমবার (৭ অক্টোবর) সকাল ৮টায় দূষণের কারণে একিউআই’তে ঢাকার স্কোর ছিল ২২২। তারও আগে রবিবার একিউআইতে ঢাকার স্কোর ছিল ১৯৫।

   
Banner

About

Popular Links

x