Saturday, May 25, 2024

সেকশন

English
Dhaka Tribune

জাফর ইকবালকে হত্যাচেষ্টা মামলার চার্জশিট জমা

হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত উল্লেখ করে ৬ জনকে অভিযুক্ত করা হয়েছে

আপডেট : ২৬ জুলাই ২০১৮, ০৪:৪৫ পিএম

লেখক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহুম্মদ জাফর ইকবালের ওপর হামলা মামলায় ছয়জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ জুলাই) দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা ও মহানগর পুলিশের জালালাবাদ থানার ওসি শফিকুল ইসলাম সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১ম আদালতের ভারপ্রাপ্ত বিচারক হরিদাস কুমারের আদালতে চার্জশিটটি দাখিল করেন। 

আদালতের সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিউশন) অমূল্য কুমার জানান,‘ছয়জনকে অভিযুক্ত করে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১ম আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। তবে এটা গৃহিত হয়নি। আদালতে অভিযোগপত্রের ওপর শুনানি হবে পরবর্তী তারিখে। সেই তারিখ এখনও নির্ধারণ করেননি আদালত।'

তিনি আরও জানান, জাফর ইকবালের ওপর হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত উল্লেখ করে ৬ জনকে অভিযুক্ত করা হয়েছে।

অভিযুক্তরা হলেন, ফয়জুল হাসান ফয়েজ, ফয়েজের বন্ধু সোহাগ মিয়া, ফয়েজের বাবা হাফেজ মাওলানা আতিকুর রহমান, মা মোছাম্মৎ মিনারা বেগম, মামা ফজলুর রহমান এবং ফয়েজের ভাই এনামুল হাসান। তারা সবাই বর্তমানে কারাগারে রয়েছেন। 

সূত্র: বাংলা ট্রিবিউন

About

Popular Links