চট্টগ্রামের একটি শিপ ব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সীতাকুণ্ডু উপজেলার কুমিরা এলাকায় এই ঘটনা ঘটে। সীতাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। নিহতরা হলেন, সাইফুল ইসলাম ও মাসুদুল ইসলাম।
তিনি বলেন, “বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে পড়লে রাত সোয়া নয়টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত্যু হয়।”