Sunday, March 16, 2025

সেকশন

English
Dhaka Tribune

আরও ৫ দিনের রিমান্ডে সেলিম প্রধান

এর আগে, অনলাইন ক্যাসিনো ব্যবসায় জড়িত সেলিম প্রধানসহ তিনজনের প্রত্যেককে চারদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। সেলিমের অন্যান্য সহযোগীরা হলেন- রোমান ও আখতারুজ্জামান

আপডেট : ১৩ অক্টোবর ২০১৯, ০২:৪৩ পিএম

অর্থপাচার মামলায় সেলিম প্রধান ও তার দুই সহযোগীকে আরও ৫ দিন রিমান্ড দিয়েছেন আদালত। রবিবার (১৩ অক্টোবর) দুপুরে আদালত এই নির্দেশ দেন।

এর আগে, অনলাইন ক্যাসিনো ব্যবসায় জড়িত সেলিম প্রধানসহ তিনজনের প্রত্যেককে চারদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। সেলিমের অন্যান্য সহযোগীরা হলেন- রোমান ও আখতারুজ্জামান।


আরও পড়ুন: মাদক মামলায় চারদিনের রিমান্ডে সেলিম প্রধান


সোমবার (৩০ সেপ্টেম্বর) অনলাইন ক্যাসিনোর মূলহোতা সেলিম বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে এমন তথ্য পেয়ে তাকে বিমানবন্দর থেকে আটক করে র‌্যাব। এর পরেই ১৭ ঘণ্টার বেশি সময় ধরে চলা অভিযানে তার গুলশান এবং বনানীর বাসা ও কার্যালয় থেকে ২৯ লাখের বেশি নগদ টাকা, চেক, ২৩ টি দেশের মুদ্রা ও ১৩ ব্যাংকের ৩২ টি চেক উদ্ধার করে র‌্যাব।

এঘটনায় মঙ্গলবার (১ অক্টোবর) রাতে ভিন্ন তিনটি আইনে সেলিমের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করে আইনশৃঙ্খলা বাহিনী।

   

About

Popular Links

x