কুমিল্লার চান্দিনায় মেয়েকে বাল্যবিয়ে দেওয়ার অপরাধে বাবাকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৪ অক্টোবর) আলী আশ্রাফ নামে ওই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেন চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নেহাশীষ দাশ।
আলী আশ্রাফের বাড়ি উপজেলার গল্লাই ইউনিয়নের পাচধারা গ্রামে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নেহাশীষ দাশ জানান, “১৩ অক্টোবর সকালে বাল্যবিয়ের বিষয়টি জানতে পারি। গল্লাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জসিম উদ্দিনের মাধ্যমে আলী আশ্রাফকে নিষেধও করা হয়েছিল। তবুও তিনি অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে দিয়ে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেন।”
“এ অপরাধে সোমবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈমা ইসলাম এবং পুলিশ পাঠিয়ে তাকে ধরে এনেছি। দোষ স্বীকার করায় তাকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়,” যোগ করেন তিনি।
বাল্যবিয়ে ইস্যুতে উপজেলা প্রশাসন শক্ত অবস্থানে রয়েছে। এ ব্যাপারে কাউকেই ছাড় দেওয়া হবে না।