Tuesday, March 25, 2025

সেকশন

English
Dhaka Tribune

ধুমপান করায় ২০০ টাকা জরিমানা

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় এ ঘটনা ঘটে

আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ০৬:৪৪ পিএম

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় প্রকাশ্যে ধুমপান করায় দুই যুবককে ২০০ টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (১৪ অক্টোবর) উপজেলার চত্বরের ধুমপানমুক্ত মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সামনে এঘটনা ঘটে। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াঙ্কা দেবী পাল।

দণ্ডপ্রাপ্তরা হলেন-উপজেলার জামনগর মুন্সিপাড়া গ্রামের আক্কাস আলীর ছেলে খালিদ হোসেন(৩৫) এবং একই এলাকার ভাষা প্রামানিকের ছেলে রুবেল হোসেন (২৭)।

ইউএনও প্রিয়াঙ্কা দেবী পাল সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে জানান, ওই দুই যুবক ঘটনাস্থলে প্রকাশ্যে ধুমপান করছেন বলে অফিসের এক কর্মচারী অভিযোগ করেন। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করেন। এরপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ২০০ টাকা করে জরিমানা করা হয়।

   

About

Popular Links

x