Wednesday, March 19, 2025

সেকশন

English
Dhaka Tribune

শেখ রাসেলের ৫৬তম জন্মদিন আজ

দিনটি পালনে আওয়ামী লীগ ছাড়াও সহযোগী সংগঠন এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে

আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ০১:৫১ পিএম

আজ ১৮ অক্টোবর। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৬তম জন্মদিন। ১৯৬৪ সালের এই দিনে তিনি ধানমন্ডির ৩২ নম্বর বাসায় জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে ঘাতকদের বুলেটে পরিবারের অন্যান্যদের সঙ্গে নিহত হন শিশু শেখ রাসেল।

মৃত্যুকালে তিনি ইউনিভারসিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন।

জন্মদিন উপলক্ষে সকাল ৮টায় বনানী কবরস্থানে শেখ রাসেলসহ ১৫ আগস্ট নিহত পরিবারের সবার কবরে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। এছাড়াও আওয়ামী লীগের সহযোগী সংগঠন এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও কর্মসূচি নেওয়া হয়েছে।

শেখ রাসেলের জন্মদিন পালন করতে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে স্টুডেন্টস অ্যাসোসিয়েশন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক বিবৃতিতে দিবসটি পালনে সবাইকে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছেন।

   

About

Popular Links

x