ঝিনাইদহতে সড়ক দুর্ঘটনায় দুই যাত্রী নিহত হয়েছেন।
শনিবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে ঝিনাইদহের লাউদিয়া বিআরটিএ ট্রেনিং সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈদ উদ্দীন।
ওসি জানান, “ঝিনাইদহ থেকে একটি মাহিন্দ্র গাড়ি কালীগঞ্জ উপজেলার দিকে যাচ্ছিল। লাউদিয়া বিআরটিএ ট্রেনিং সেন্টার নামক স্থানে পৌঁছুলে পিছন থেকে একটি দ্রুতগামী ট্রাক মাহিন্দ্রকে ধাক্কা দেয়।”
এতে মাহিন্দ্র ছিটকে পড়ে পাশ্ববর্তী কয়েকটি ছোট দোকানে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এসময় মাহিন্দ্রের একযাত্রী ঘটনাস্থলে নিহত হন। হাসপাতালে নেওয়ার পর আরো একজন নিহত হয় বলেও তিনি জানান।
তবে নিহতদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।