Friday, March 28, 2025

সেকশন

English
Dhaka Tribune

এবার ফরিদপুরে বাবার হাতে শিশু খুনের অভিযোগ

হত্যার পর পালিয়েছেন বাবা রহমত প্রামানিক

আপডেট : ১৯ অক্টোবর ২০১৯, ০৫:১৯ পিএম

সুনামগঞ্জের দিরাইয়ে বাবার হাতে শিশু তুহিন হত্যার ঘটনার পর এবার ফরিদপুরের সদরপুর উপজেলায় এক ব্যক্তির বিরুদ্ধে তার তিন বছরের শিশু সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে।

হানিফ প্রমানিকের ছেলে রহমত প্রমানিকের (৩) লাশ শনিবার (১৯ অক্টোবর) চাদঁপুর গ্রাম থেকে উদ্ধার পুলিশ উদ্ধার করেছে বলে ইউএনবি'র একটি খবরে বলা হয়।

শিশুটির মা স্বপ্না আক্তার বলেন, "আমার স্বামী সন্তানকে স্বীকার করছিলেন না। শুক্রবার আমি বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি আসি এবং এ নিয়ে তার সাথে আমার বাক-বিতণ্ডা হয়।"

তিনি আরও জানান, শুক্রবার রাতে তার সন্তান নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশে ধান খেতে তার লাশ পাওয়া যায়।

এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত রহমত প্রামানিক পলাতক রয়েছেন।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান জানান, "খবর পেয়ে রাতেই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহত শিশুর মা শনিবার তার স্বামীকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। আমরা তাকে গ্রেপ্তারের জোর চেষ্টা চালিয়ে যাচ্ছি।"

উল্লেখ্য, এর আগে গত সপ্তাহে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে সুনামগঞ্জের দিরাইয়ে শিশু তুহিন হাসানকে নৃশংসভাবে হত্যা করে তারই বাবা ও চাচারা।

   

About

Popular Links

x