Wednesday, May 22, 2024

সেকশন

English
Dhaka Tribune

যুবলীগের কাউন্সিলের আহ্বায়ক চয়ন ইসলাম

সংগঠনটির বয়সসীমা ৫৫ বছর নির্ধারণ  করা হয়েছে

আপডেট : ২০ অক্টোবর ২০১৯, ১০:২৯ পিএম

আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া যুবলীগের কংগ্রেসের জন্য প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন সভাপতিমণ্ডলীর সদস্য চয়ন ইসলাম এবং সদস্য সচিব করা হয়েছে সাধারণ সম্পাদক হারুনুর রশীদকে।  

রোববার (২০ অক্টোবর) সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে যুবলীগের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

পাশাপাশি, সংগঠনটির বয়সসীমা ৫৫ বছর নির্ধারণ  করা হয়েছে।

যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহি ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

পূর্ব ঘোষণা অনুসারে আগামী ২৩ নভেম্বর যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। আর নতুন নেতৃত্ব ঘোষণার আগ পর্যন্ত চয়ন ও হারুন যুবলীগের দায়িত্ব সামলাবেন।

এ বিষয়ে যুবলীগের বৈঠক শেষে গণভবনে প্রেসব্রিফিংয়ের সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন,  বলেন, "যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য চয়ন ইসলামকে আহ্বায়ক এবং বর্তমান সাধারণ সম্পাদক হারুনুর রশীদকে সদস্য সচিব করে সম্মেলন প্রস্তুতি কমিটি করা হয়েছে। যুবলীগের কার্যনির্বাহী কমিটির সবাইকে এই কমিটির সদস্য করা হয়েছে। আগামী ২৩ নভেম্বর যুবলীগের সপ্তম কংগ্রেস হবে। তার আগ পর্যন্ত সম্মেলন প্রস্তুতি কমিটিই সংগঠনের সব কর্মকাণ্ড পরিচালনা করবে।"

About

Popular Links