Friday, June 21, 2024

সেকশন

English
Dhaka Tribune

চীনে সন্ধান মিললো বিশ্বের সবচেয়ে বড় মশার!

দেশটির সিচুয়ার প্রদেশে এই মশার সন্ধান পেয়েছেন গবেষকরা। মশাটির প্রতিটি পাখার দৈর্ঘ্য ১১ দশমিক ১৫ সেন্টিমিটার

আপডেট : ২১ অক্টোবর ২০১৯, ১০:১১ পিএম

চীনে সন্ধান মিলেছে বিশ্বের সবচেয়ে বড় মশার। দেশটির সিচুয়ার প্রদেশে এই মশার সন্ধান পেয়েছেন গবেষকরা। মশাটির প্রতিটি পাখার দৈর্ঘ্য ১১ দশমিক ১৫ সেন্টিমিটার বলে জানা গেছে।

এব্যাপারে পশ্চিম চীনের পতঙ্গ মিউজিয়ামের প্রধান বলেন, মশাটি বিশ্বের সবচেয়ে বড় প্রজাতির মশা হলোরুশিয়া মিকাডো প্রজাতির। গতবছরের আগস্টে একটি মাঠে ভ্রমণের সময় মশাটিকে অবিস্কার করা হয়। এরপর এটিকে পতঙ্গ জাদুঘরে নিয়ে আসা হয়।

তিনি আরও বলেন, এই প্রজাতির মশা রক্ত খায় না। তারা খুব কম দিনই বেঁচে থাকে। তাদের মূল খাবার হলো ফুলের রস। বিশেষ করে পানি খেয়েও ওরা জীবন ধারণ করে। বিশ্বে হাজার হাজার প্রজাতির মশা রয়েছে। এদেরমধ্যে মাত্র ১০০ প্রজাতির মশা রক্ত পান করে জীবন ধারণ করে।

About

Popular Links