Sunday, June 16, 2024

সেকশন

English
Dhaka Tribune

ফেসবুকে ‘উস্কানিমূলক স্ট্যাটাস’, চট্টগ্রামে যুবক আটক

সোমবার রাতে লালদীঘির একটি হোটেল থেকে রবিউল আলমকে আটক করা হয়

আপডেট : ২২ অক্টোবর ২০১৯, ১১:৫৮ এএম

চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনারের বিরুদ্ধে ফেসবুকে 'উস্কানিমূলক স্ট্যাটাসের' অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (২১ অক্টোবর) রাতে নগরীর লালদীঘির একটি হোটেল থেকে রবিউল আলম (২৮) নামের ওই যুবককে আটক করা হয়।

রবিউল বাঁশখালী থানার পূঁইছড়ি ইউনিয়নের পূর্ব পূঁইছড়ি গ্রামের আফলাতুন সিকদার বাড়ির আহমদ হোসেনের ছেলে।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জানান, ফেসবুকে সিএমপি কমিশনার মাহবুবুর রহমানের বিরুদ্ধে উস্কানিমূলক স্ট্যাটাস শেয়ারের জন্য রবিউলকে আটক করা হয়েছে।

ওসি জানান, রবিউল একটি ছবি সংযুক্ত করে ফেসবুকে লেখেন, "এই ব্যক্তি ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সংঘর্ষ চলাকালীন তৌহিদী জনতার ওপর গুলির আদেশ জারি করেছিল।"

আটক রবিউল আলম নিজেকে চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় সাইবার পার্টির (জাতীয় পার্টির সহযোগী প্রতিষ্ঠান) প্রধান সমন্বয়ক বলে দাবি করেছেন।

উল্লেখ্য, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে 'ধর্মীয় অনুভূতিতে আঘাতের' অভিযোগে এক যুবকের শাস্তির দাবিতে ভোলার বোরহানউদ্দিনে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে চারজন নিহত ও শতাধিক আহত হয়।

About

Popular Links