Thursday, March 27, 2025

সেকশন

English
Dhaka Tribune

শ্বশুরবাড়ি থেকে স্ত্রীকে জোরপূর্বক উঠিয়ে আনতে গিয়ে প্রাণ গেলো যুবকের

স্থানীয়রা জানান, গত ২ অক্টোবর মেয়েটিকে জোরপূর্বক বিয়ে করেছিলেন তিনি

আপডেট : ২৩ অক্টোবর ২০১৯, ০৫:২২ পিএম

নরসিংদীর রায়পুরায় স্ত্রীকে জোরপূর্বক উঠিয়ে আনতে গিয়ে প্রাণ হারিয়েছেন শফিকুল ইসলাম (৩০) নামে যুবক। 

বুধবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার হাসনাবাদ গ্রামের মোল্লা বাড়ির মসজিদের পাশে এ ঘটনা ঘটে।

নিহত শফিকুল ইসলাম পেশায় ব্যবসায়ী ছিলেন। তার বাড়ি শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়নের ইটনা দিঘিরপাড়া এলাকায়।

পুলিশ ও স্থানীয়রা জানান, কলেজে ভর্তি করিয়ে দেওয়ার সময় পরিচয়ের সূত্র ধরে গত ২ অক্টোবর হাসনাবাদ গ্রামের শামীম মিয়ার মেয়েকে জোরপূর্বক বিয়ে করেন শফিকুল। কিন্তু বিয়ের পর বাবার বাড়িতেই থাকছিলো ওই ছাত্রী। 

বুধবার দুপুরে একদল সশস্ত্র যুবককে সঙ্গে নিয়ে ওই ছাত্রীকে উঠিয়ে নেওয়ার চেষ্টা করেন শফিকুল। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে ছুরিকাঘাতে ঘটনাস্থলেই মারা যান শফিকুল। তবে কে বা কারা তাকে খুন করেছে সে বিষয়ে কিছু জানাতে পারেনি ওই ছাত্রীর পরিবার বা স্থানীয়রা।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই ছাত্রীকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে দুটি ককটেল উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করলেও এ বিষয়ে সাংবাদিকদের ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি স্থানীয় পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মিনহাজুল ইসলাম।

   

About

Popular Links

x