মৌলভিবাজারের শ্রীমঙ্গল থানায় র্যাবের দায়ের করা অস্ত্র মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩২নং ওয়ার্ডের কাউন্সিলর ও মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিজান ওরফে পাগলা মিজানকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে মৌলভীবাজার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ২নং চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আব্দুল্লাহ মোহাম্মদ সালেহী ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে নিশ্চিত করেছেন কোর্ট ইন্সপেক্টর মো. আব্দুল হাই চৌধুরী।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ ছালেক ঢাকা ট্রিবিউনকে বলেন, "কাউন্সিলর মিজানের ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। রিমান্ড আবেদন শুনানির পর আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।"
প্রসঙ্গত, ক্যাসিনো ব্যাবসায় সংশ্লিষ্টতা ও দুর্নীতির অভিযোগে গত ১১ অক্টোবর ভোর রাতে শ্রীমঙ্গলের গুহ রোডে একটি বাসা থেকে অস্ত্রসহ হাবিবুর রহমান মিজানকে আটক করেন র্যাব-২ ও র্যাব-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্পের সদস্যরা। এসময় মিজানের কাছ থেকে একটি অবৈধ বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও নগদ দুই লাখ টাকা উদ্ধার করা হয়। পরদিন ১২ অক্টোবর দুপুরে শ্রীমঙ্গল থানায় র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. আবদুল জব্বার বাদী হয়ে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেন।
আটকের পর মিজানকে সঙ্গে নিয়ে তার মোহাম্মদপুরের বাসায় অভিযান চালান র্যা ব সদস্যরা। এ সময় তার বাসা থেকে ছয় কোটি ৭৭ লাখ টাকার চেক, এক কোটি টাকার এফডিআর উদ্ধার করা হয়। পরে মোহাম্মদপুর থানায় কাউন্সিলর মিজানের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের আরেকটি মামলা দায়ের করা হয়।