আটঘরিয়া উপজেলার লক্ষ্মীপুর এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার অভিযোগে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিমসহসহ ১২ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৩ অক্টোবর) রাতে লক্ষ্মীপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান।
ইউএনবি'র একটি খবরে বলা হয়, ইসলামপুর গ্রামে একটি ক্লাবে জুয়া খেলার খবর পেয়ে বুধবার রাতে পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানে জুয়া খেলা চলা অবস্থায় লক্ষীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিমসহ ১২ জনকে হাতেনাতে আটক করা হয়।
ওসি মনিরুউজ্জামান বলেন, "এ সময় সেখান থেকে নগদ ৮ হাজার ৬২৪ টাকা উদ্ধার করা হয়। পরে আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন সাক্ষ্য প্রমাণ শেষে তাদের সাজা দেন।"