Monday, March 24, 2025

সেকশন

English
Dhaka Tribune

একই ওড়নায় ঝুলছিলো দম্পতির মরদেহ

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে

আপডেট : ২৫ অক্টোবর ২০১৯, ১২:৫৩ পিএম

ঢাকার আশুলিয়ার বুড়িরবাজার এলাকায় একটি বাড়ি থেকে এক দম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক কলহের জেরে অভিমান করে একই ওড়নায় তারা ফাঁস নেন বলে জানা গেছে। 

শুক্রবার (২৫ অক্টোবর) সকালে আশুলিয়ার বুড়িরবাজার এলাকার ভাড়া বাড়ির একটি কক্ষ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

আত্মহননকারী দম্পতি হলেন- পারভেজ হোসেন সোহাগ (২৬) ও সাদিয়া আক্তার (২৩)।

তাদের পারিবারিক সূত্র জানায়, আশুলিয়ার ইপিজেড এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করতেন পারভেজ। বছরখানেক আগে পারিবারিকভাবে সাদিয়াকে বিয়ে করেন তিনি। বিয়ের পর তারা পারভেজের পরিবারের সঙ্গেই থাকতেন। নানা কারণে তাদের সঙ্গে পরিবারের অন্য সদস্যদের পারিবারিক কলহ লেগেই থাকতো। 

প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতেও খাওয়াদাওয়া সেরে বাসার সবাই ঘুমিয়ে পড়েন। সকালবেলা পারভেজ-সাদিয়ার কোনো সাড়া না পেয়ে তাদের সন্দেহ হয়। থানায় জানানো হলে পুলিশ গিয়ে দরজা ভেঙে তাদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল সালাম ঢাকা ট্রিবিউনকে বলেন, ওই দম্পতির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে তারা আত্মহননের পথ বেছে নিয়েছে। এ ঘটনায় মামলা প্রস্তুতি চলছে।

   

About

Popular Links

x