Thursday, May 30, 2024

সেকশন

English
Dhaka Tribune

ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, স্কুল কমিটির সভাপতি বরখাস্ত

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়

আপডেট : ২৬ অক্টোবর ২০১৯, ০৮:১৮ পিএম

ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল হয়ে যাওয়ায় চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার মনতলা হামিদিয়া উচ্চবিদ্যালয়ের নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির সভাপতির পদ থেকে অপসারণ করা হয়েছে খাজে আহম্মদ মজুমদারকে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বলে ইউএনবি'র একটি খবরে বলা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদক সেবনের অভিযোগের বিষয়ে আহম্মদ মজুমদারকে সাতদিনের সময় দিয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু তার পক্ষ থেকে কোনো জবাব না পাওয়ায় তাকে উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতির পদ থেকে বরখাস্ত করা হলো।

উল্লেখ্য, আহম্মদ মজুমদারের ইয়াবা সেবনের ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। একটি স্কুল পরিচালনা কমিটির সভাপতি হয়েও ইয়াবা সেবন করায় এলাকায় সমালোচনার ঝড় ওঠে।

About

Popular Links