ভোলার মনপুরা উপজেলায় এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে সাবেক ছাত্রলীগ নেতা নজরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২৭ অক্টোবর) রাতে উপজেলার সাকুচিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
এর আগে রবিবার নির্যাতিতা বাদী হয়ে মনপুরা থানায় পাঁচজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন।
মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন জানান, “অভিযুক্ত অন্যদের আটক করতে পুলিশের একাধিকদল কাজ করছে।”
আরও পড়ুন - ধর্ষণের খবর পেয়ে সন্তানের সামনেই আবারও মা'কে ধর্ষণ!
প্রসঙ্গত, শনিবার দুপুর সাড়ে ১২টায় বাবার বাড়ি থেকে মনপুরায় শ্বশুরবাড়িতে ফেরার পথে স্পিডবোট যাত্রীদের দ্বারা আড়াই বছরের শিশু সন্তানের সামনে ধর্ষণের শিকার হন ওই গৃহবধু।
পরে ধর্ষণের খবর পেয়ে বোটের মালিক দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম (৩০) আরেকটি স্পিডবোট নিয়ে ঘটনাস্থল গিয়ে ওই গৃহবধূকে আবারও ধর্ষণ করেন। এসময় ধর্ষণের ভিডিও ধারণ করে সে এবং বিষয়টি নিয়ে কথা বললে ওই ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ারও হুমকি দেন তিনি।