সাগরপথে পাচারের সময় ৮ লাখ পিস ইয়াবাসহ জামাল উদ্দিন (২৬) নামের এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র্যাব-১৫। সোমবার (২৮ অক্টোবর) ভোররাতে কক্সবাজারের উখিয়ার ইনানী থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন র্যাব-১৫ কক্সবাজারের সিপিএসসি কমান্ডার মেজর মেহেদী হাসান।
আটক রোহিঙ্গা যুবক জামাল উদ্দিন টেকনাফের উনছিপ্রাং রোহিঙ্গা শিবিরের বাসিন্দা।
র্যাব জানায়, মিয়ানমার হয়ে সাগর পথে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশের খবর পেয়ে র্যাব সদস্যরা অভিযান চালান। রাতভর সাগরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এক পর্যায়ে কক্সবাজারের উখিয়ার ইনানী থেকে ৮ লাখ পিস ইয়াবাসহ ওই রোহিঙ্গা যুবককে আটক করা হয়। তবে, র্যাবের উপস্থিতি টের পেয়ে ইয়াবা ব্যবসার সাথে জড়িত আরও কয়েকজন রোহিঙ্গা যুবক পালিয়ে যান।
সিপিএসসি কমান্ডার মেজর মেহেদী হাসান বলেন, "আটক রোহিঙ্গা যুবকের দেওয়া তথ্যমতে একটি ঝোপ থেকে ৮ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাকে র্যাব ক্যাম্পে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটক যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।"