Tuesday, July 08, 2025

সেকশন

English
Dhaka Tribune

২০২০ সালে সাধারণ ছুটির অর্ধেকই সাপ্তাহিক বন্ধের দিনে

আগামী বছর ১৪ দিন সাধারণ ছুটির পাশাপাশি আরও আট দিন সরকারের নির্বাহী আদেশে ছুটি থাকবে

আপডেট : ২৮ অক্টোবর ২০১৯, ০৭:০৬ পিএম

২০২০ পঞ্জিকা বর্ষের জন্য সরকার প্রস্তাবিত সাধারণ ছুটির অর্ধেকই পড়েছে সাপ্তাহিক বন্ধের দিন শুক্র ও শনিবার।

সোমবার (২৮ অক্টোবর) প্রস্তাবিত এ তালিকা মন্ত্রিসভা অনুমোদন করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা ইউএনবি।

আগামী বছর ১৪ দিন সাধারণ ছুটির পাশাপাশি আরও আট দিন সরকারের নির্বাহী আদেশে ছুটি থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার সাপ্তাহিক নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সচিবালয়ে সাংবাদিকদের জানান, সাধারণ ছুটির ১৪ দিনের মধ্যে সাতটি সাপ্তাহিক ছুটি থাকছে। যারমধ্যে পাঁচটি শুক্রবার ও দু’টি শনিবার।

২২ দিনের এ সরকারি ছুটি ছাড়াও ঐচ্ছিকভাবে মুসলিম ও বৌদ্ধদের জন্য পাঁচ, হিন্দু ও খ্রিস্টানদের জন্য আট এবং পার্বত্য চট্টগ্রামের আধিবাসীদের জন্য দুই দিন ছুটি থাকবে বলে উল্লেখ করেন মন্ত্রিপরিষদ সচিব।

   
Banner

About

Popular Links

x