সফররত কাতারের জ্বালানিবিষয়ক প্রতিমন্ত্রী সাদ শিরিদা আল-কাবি বলেছেন যে তার দেশ জ্বালানিখাতে বাংলাদেশের সাথে কাজ করতে গভীরভাবে আগ্রহী।
বুধবার (৩০ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়ে তিনি এই আগ্রহের কথা জানান।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এবিষয়ে অবহিত করেন।
সাদ শিরিদা আল-কাবি বলেন, দোহায় অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা বিশ্বকাপ ২০২২ সামনে রেখে তার দেশ বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর জন্য ইতোমধ্যে উদ্যোগ শুরু করেছে।
বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, কাতার উন্নয়নের জন্য বাংলাদেশকে সহযোগি তা বহাল রাখতে চায়।
কাতারের প্রতিমন্ত্রী বলেন, “আপনারা যত উন্নত হবেন আপনাদের তত জ্বালানির প্রয়োজন হবে।”
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অতীতে তার কাতার সফরের কথা স্মরণ করেন।
প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান ও বাংলাদেশে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত আহমেদ বিন মোহামেদ আল-দিহাইমি বৈঠকে উপস্থিত ছিলেন।