Thursday, March 27, 2025

সেকশন

English
Dhaka Tribune

কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতির বিরুদ্ধে দুদকের মামলা

মামলায় শফিকুলের বিরুদ্ধে ২ কোটি ৬৮ লাখ ২ হাজার ৬৩৯ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এনেছে দুদক

আপডেট : ৩০ অক্টোবর ২০১৯, ১০:১৬ পিএম

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতি ও কৃষক লীগের নেতা শফিকুল ইসলাম ফিরোজের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৩০ অক্টোবর) দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টচার্য সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুদকের ডেপুটি কমিশনার সাইফুল ইসলাম দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ এই মামলা দায়ের করেন।

মামলায় শফিকুলের বিরুদ্ধে ২ কোটি ৬৮ লাখ ২ হাজার ৬৩৯ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এনেছে দুদক।

এর আগে গত ২১ সেপ্টেম্বর, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ধানমন্ডি থানায় অস্ত্র ও মাদক আইনে শফিকুলের বিরুদ্ধে দু'টি মামলা দায়ের করে। ওইদিনই ঢাকার আদালত তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করে।

উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর কলাবাগান ক্রীড়াচক্রে র‌্যাবের একজন নির্বাহী হাকিমের নেতৃত্বে অভিযান চালানো হয়। সেখান থেকে ৯৯০ পিস ইয়াবা ও একটি অবৈধ অস্ত্র উদ্ধার হয়। গ্রেফতার করা হয় শফিকুলকে।

   

About

Popular Links

x