Monday, May 27, 2024

সেকশন

English
Dhaka Tribune

সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

শনিবার (২ নভেম্বর) রাতে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের পাশে এ হত্যার ঘটনা ঘটে

আপডেট : ০৩ নভেম্বর ২০১৯, ১১:১২ এএম

সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়ন ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা বকুল হায়দারকে (৫২) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

শনিবার (২ নভেম্বর) রাতে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের পাশে ভেওয়াপাড়ায়  এ হত্যার ঘটনায় নিহত বকুলের সহযোগী রফিকুল ইসলামকে (৫৫) আটক করেছে পুলিশ। তবে শনিবার রাত পর্যন্ত এ মামলা রজু করা হয়নি। ডিবি ও সদর থানা পুলিশ যৌথভাবে এ হত্যার তদন্ত করছেন। 

জানা গেছে, ভেওয়ামারা সেতুর কাছে দুর্বৃত্তরা মোটরসাইকেলের গতিরোধ করে বকুলের মাথার ডানপাশে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এরপর তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, “বকুলের একান্ত সহযোগী ও প্রতিবেশী রফিকুল ইসলামকে সদর থানা পুলিশ গ্রেফতার করেছে।” 

ডিবির ওসি মো. ওয়াহেদুজ্জামান জানান, “বকুলের সহযোগী রফিকুল ধরা পড়ায় খুনের মোটিভ উন্মোচন সহজ হতে পারে।”


About

Popular Links