Monday, March 17, 2025

সেকশন

English
Dhaka Tribune

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় আহত ১০

আহতদের নাম ও পরিচয় তাৎক্ষনিকভাবে জানা যায়নি। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে।

আপডেট : ৩০ জুলাই ২০১৮, ০২:৩৪ এএম

নোয়াখালীর সেনবাগ উপজেলায় আজ দুপুরে ফেনী-নোয়াখালী মহাসড়কের হাজনী খাল নামকস্থানে লায়ন জাহাঙ্গীর আলম মহিলা কলেজের সামনে যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমূখি সংঘর্ষে ১০জন যাত্রী আহত হয়েছে। এসময় বাসের চাপায় সিএনজি চালিত অটোরিক্সাটি দুমড়ে-মুচড়ে যায়।

আহতদের নাম ও পরিচয় তাৎক্ষনিকভাবে জানা যায়নি। 

স্থানীয়রা জানায়, আজ দুপুরে ফেনী থেকে ছেড়ে আসা সুগন্ধা কিং পরিবহনের একটি দ্রুত গতির চট্টমেট্রো-ব ১১-০৭৫৭ যাত্রীবাহি বাসটি সিএনজি চালিত অটোরিক্সাটিকে চাপা দিলে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় সিএনজি চালিত অটোরিক্সায় কোন যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। তবে, বাসে থাকা অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছে বলে জানা গেছে। 

স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে।  

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার (ওসি) শাহজাহান খান বাস ও সিএনজি চালিত অটোরিক্সার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়ী দু’টি আটক করে।

   

About

Popular Links

x