নারায়ণগঞ্জ নগরীর মিনা বাজার এলাকার একটি স্বর্ণের মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রবিবার (৩ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফিন্সের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ্ আল আরেফিন।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মার্কেটের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত। কিছুক্ষণের মধ্যে আরও দু’টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে আগুন নিয়ন্ত্রণে আসে। দোকানিদের দাবি আগুনে তিনটি দোকান পুড়ে গেছে।
আবদুল্লাহ্ আল আরেফিন জানান, “ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুন লাগে।” ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি বলেও তিনি জানান।