চট্টগ্রাম নগরীর খাতুনগঞ্জে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি ও মূল্য তালিকা না টাঙানোর অভিযোগে চারটি আড়তকে এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (৩ নভেম্বর) বিকেলে নগরীর খাতুনগঞ্জে নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়।
এসময় মূল্য তালিকা না টাঙানোর অভিযোগে অছিউদ্দিন ট্রেডার্স ও খাতুনগঞ্জ ট্রেডার্সকে ৪০ ও ৫০ হাজার টাকা, বেঙ্গল ট্রেডার্স, আলীম ট্রেডার্স ও সৌমিক ট্রেডার্সকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়া অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির অভিযোগে অপর আরেকটি আড়তকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
তৌহিদুল ইসলাম বলেন, “মিয়ানমার থেকে ৪২ টাকা কেজি দরে পেঁয়াজ আমদানি করা হচ্ছে। অথচ একই পেঁয়াজ ৯০ থেকে ১১০ টাকা বিক্রি করা হচ্ছিল বলেই এ অভিযান চালানো হয়।”