Thursday, March 27, 2025

সেকশন

English
Dhaka Tribune

প্রধানমন্ত্রী: রোহিঙ্গারা শুধু বাংলাদেশ নয়, পুরো অঞ্চলের হুমকি

বিশ্ব সম্প্রদায়কে এ হুমকির গুরুত্ব অনুধাবন করে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি

আপডেট : ১১ নভেম্বর ২০১৯, ১২:২৯ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্যাতনের শিকার হয়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের ১১ লাখেরও বেশি রোহিঙ্গা নাগরিক শুধু বাংলাদেশ নয় এই অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।

সোমবার (১১ নভেম্বর) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে “ঢাকা গ্লোবাল ডায়ালগ” শীর্ষক অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, “এ হুমকির গুরুত্ব অনুধাবন করে আমি বিশ্ব সম্প্রদায়কে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।”

বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) ও ভারতের অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশন (ওআরএফ) যৌথভাবে এই ডায়ালগের আয়োজন করেছে।

“প্রবৃদ্ধি, উন্নয়ন ও ইন্দো-প্যাসিফিক” প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হওয়া এই ডায়লগে বিভিন্ন দেশের ১৫০ জনেরও বেশি আলোচক অংশ নেবেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও ওআরএফ প্রেসিডেন্ট সমীর সরণ। তার আগে বিআইআইএসএস মহাপরিচালক একেএম আব্দুর রহমান স্বাগত বক্তব্য দেন।

   

About

Popular Links

x