Tuesday, March 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

৫০ ঘণ্টা পর নৌযান চলাচল শুরু

সোমবার সকাল ৬ টা থেকে লঞ্চ চলাচল শুরু হয়েছে

আপডেট : ১১ নভেম্বর ২০১৯, ০২:৩৬ পিএম

ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাব স্বাভাবিক হওয়ায় প্রায় ৫০ ঘণ্টা পর দেশের অভ্যন্তরীণ নৌ-রুটে যাত্রীবাহী নৌযান  চলাচল শুরু হয়েছে। সোমবার (১১ নভেম্বর) সকাল থেকে লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল শুরু হয় বলে ইউএনবি'র একটি খবরে বলা হয়।

নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. জাহাঙ্গীর আলম খান জানান, আজ (সোমবার) সকাল ৬টা থেকে লঞ্চ চলাচল শুরু হয়েছে।

এর আগে রবিবার রাতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এ বিষয়ে একটি নোটিশও জারি করে।

প্রসঙ্গত, ঘূর্ণিঝড় বুলবুলের কারণে গত শুক্রবার থেকে দেশের সব রুটের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিএ।

   

About

Popular Links

x