Sunday, March 23, 2025

সেকশন

English
Dhaka Tribune

রুমা পড়ে গেলে বাসটি চলে যায় তার ওপর দিয়ে

বাসটি থেকে তাকে তড়িঘড়ি করে নামানোর সময় তিনি পড়ে যান

আপডেট : ১২ নভেম্বর ২০১৯, ০২:৩৪ পিএম

রাজধানীর শান্তিনগর এলাকায় পায়ের ওপর দিয়ে বাস চলে যাওয়ায় গুরুতর আহত হয়ে কানিজ ফাতেমা রুমা (৩০) নামের এক নারী নিহত হয়েছেন। 

মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ৯টার দিকে শান্তিনগর মোড়ে এ ঘটনা ঘটে। নিহত রুমা শান্তিনগরের কোয়ান্টাম ব্লাড ব্যাংকের ল্যাবে চাকরি করতেন। 

রুমার স্বামী শফিকুল ইসলাম জানান,  রুমা তার বাবার বাড়ি পল্লবী থেকে শান্তিনগরে কর্মস্থলে মক্কা পরিবহনের একটি বাসে করে যাচ্ছিলেন। শান্তিনগর মোড়ে পৌঁছানোর পর বাসটি থেকে তাকে তড়িঘড়ি করে নামানোর সময় তিনি পড়ে যান। এ সময় বাসটি তার পায়ের ওপর দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় পথচারীরা রুমাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যায়। 

সত্যতা নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, গুরুতর আহত অবস্থায় ঢামেক হাসপাতালের নিবিড় পর্যক্ষেণ কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করলে চিকিসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে রুমার মৃত্যু হয়। 

ময়নাতদন্তের জন্য মৃতদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান বাচ্চু মিয়া।

   

About

Popular Links

x