ফেনীর দাগনভূঞাতে আবু সাঈদ ফরহাদ নামে এক বখাটরে হাতে ছয় বছররে এক কন্যাশিশু ধর্ষণরে শিকার হয়েছে।
সোমবার (৩০ জুলাই) ভোর ৩টা নাগাদ উপজলোর পশ্চিম খুশিপুরে ঘটেছে এ বর্বরোচিত ঘটনা।
বখাটে ফরহাদ কৌশলে ঘররে দরজা খুলে মায়রে কোল থেকে তুলে নিয়ে পার্শ্ববর্তী নির্জন স্থানে শিশুটিকে ধর্ষণ করে মায়রে কাছে রেখে যায়।
দাগনভূঞা থানার ওসি আবুল কালাম আজাদ এ তথ্য জানিয়ে বলনে, শিশুটির চিৎকারে সবাই এগিয়ে আসলে ধর্ষক পালিয়ে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে শিশুটি সদর হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছে।
ধর্ষক ফরহাদ একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। কন্যাশিশুটি সম্পর্কে তার ভাগনী।
ফেনী জেলা সদর হাসপাতালের গাইনী বিশেষজ্ঞ ডা. রোখসানা বেগম স্বপ্না জানান, পরীক্ষানিরীক্ষার পর ধর্ষণের আলামত পাওয়া গেছে ও চিকিৎসা চলছে। তবে শিশুটি এখনো শংকামুক্ত নয় বলেও জানিয়েছেন তিনি।
ফেনীর পুলিশ সুপার এস.এম জাহাঙ্গীর আলম সরকার জানান, অভিযুক্ত বখাটেকে গ্রেফতারের চেষ্টা চলছে। খুব দ্রুতই তাকে আইনের আওতায় আনা হবে।