বগুড়ায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে এক শিশুকে ধর্ষণের অভিযোগে নাসির শেখ (৩৫) নামে যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার (১৩ নভেম্বর) দুপুরে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুরুল হক ভূঁঞা।
তিনি জানান, খান্দার এলাকার একটি স্কুলের দ্বিতীয় শ্রেণির ওই ছাত্রী বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে স্কুল ছুটির পর বাড়ি ফিরছিল। এ সময় নাসির কৌশলে তাকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে। এক পর্যায়ে নাসিরের হাতে কামড় দিয়ে পালিয়ে যায় ওই স্কুলছাত্রী। পরে বাড়িতে গিয়ে বড় বোন ও মাকে ঘটনাটি জানায় সে।
এসআই মঞ্জুরুল হক ভূঁঞা বলেন, "ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে বুধবার রাতে সদর থানায় ওই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা রেকর্ড হওয়ার পরপরই আসামি নাসির শেখকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হয়।"