গাজীপুর মহানগরের পোড়াবাড়ী এলাকায় অগ্নিকাণ্ডে একটি কারখানার ঝুট, তুলাসহ মেশিনপত্র পুড়ে গেছে।
শনিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মামুনুর রশিদ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল সাড়ে ৬টার দিকে পোড়াবাড়ী এলাকায় এন. আর. টেক্সটাইল লিমিটেডের ঝুট গুদামে আগুন লাগে। পরে তা তুলা তৈরির কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার স্টেশনের দুইটি ও শ্রীপুর ফায়ার স্টেশনের একটি ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুইঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। এখন ডাম্পিংয়ের কাজ চলছে। আগুনে কারখানার তুলা, ঝুট ও মেশিনপত্র পুড়ে গেছে।
তবে ক্ষয়-ক্ষতির সঠিক পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ণয় করা যায়নি।