Friday, March 28, 2025

সেকশন

English
Dhaka Tribune

গাজীপুরে আগুনে তুলার কারখানার ঝুট, মেশিনপত্র পুড়ে গেছে

শনিবার (১৬ নভেম্বর) সকালে এন আর টেক্সটাইল মিলের তুলার গোডাউনে আগুন লাগে। প্রায় দুইঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে

আপডেট : ১৬ নভেম্বর ২০১৯, ১০:২৯ এএম

গাজীপুর মহানগরের পোড়াবাড়ী এলাকায় অগ্নিকাণ্ডে একটি কারখানার ঝুট, তুলাসহ মেশিনপত্র পুড়ে গেছে। 

শনিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মামুনুর রশিদ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল সাড়ে ৬টার দিকে পোড়াবাড়ী এলাকায় এন. আর. টেক্সটাইল লিমিটেডের ঝুট গুদামে আগুন লাগে। পরে তা তুলা তৈরির কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার স্টেশনের দুইটি ও শ্রীপুর ফায়ার স্টেশনের একটি ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুইঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। এখন ডাম্পিংয়ের কাজ চলছে। আগুনে কারখানার তুলা, ঝুট ও মেশিনপত্র পুড়ে গেছে। 

তবে ক্ষয়-ক্ষতির সঠিক পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ণয় করা যায়নি।

   

About

Popular Links

x