Tuesday, March 25, 2025

সেকশন

English
Dhaka Tribune

প্রধানমন্ত্রী: পেঁয়াজ ছাড়াই আমার বাসায় রান্না হয়েছে

'পেঁয়াজ ছাড়া খাবারগুলো খুব সুস্বাদু ছিল'

আপডেট : ১৬ নভেম্বর ২০১৯, ১০:৪১ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার তার সরকারি বাসভবন গণভবনে পেঁয়াজ ছাড়া রান্না করা খাবার খেয়েছেন বলে জানিয়েছেন। শনিবার সন্ধ্যায় (১৪ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে চারদিনের সরকারি সফরে যাওয়ার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী একথা বলেন বলে তার উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রীর বলেন, "আমরা পেঁয়াজ নেওয়া বন্ধ করে দিয়েছি। আমার বাসায় (গণভবন) আজ মধ্যাহ্নভোজের সব পদ পেঁয়াজ ছাড়াই রান্না করা হয়েছিল।"

"পেঁয়াজ ছাড়া খাবারগুলো খুব সুস্বাদু ছিল", যোগ করেন তিনি। এসময় সুস্বাদু খাবার তৈরির জন্য তার সরকারি বাসভবন গণভবনের বাবুর্চিদের ধন্যবাদ জানান।

উল্লেখ্য, ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করার পর থেকেই অস্থিতিশীল হয়ে পড়ে বাংলাদেশের পেঁয়াজের বাজার। সম্প্রতি প্রতি কেজি পেঁয়াজের দাম ২০০ টাকা ছাড়িয়েছে। এর পরিপ্রেক্ষিতে বিমানের কার্গোতে করে পেঁয়াজ আমদানির ঘোষণা দেন প্রধানমন্ত্রী।

   

About

Popular Links

x