Monday, May 20, 2024

সেকশন

English
Dhaka Tribune

দুদকের মামলায় ৬ দিনের রিমান্ডে সম্রাট

এরআগে গত ১২ নভেম্বর দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে মামলা করে দুদক

আপডেট : ১৭ নভেম্বর ২০১৯, ০১:০১ পিএম

ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত যুবলীগ সভাপতি ক্যাসিনো সম্রাট খ্যাত ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রবিবার (১৭ নভেম্বর) সকালে ঢাকার সিনিয়র স্পেশ্যাল জজ কে এম ইমরুল কায়েস শুনানি শেষে এই আবেদন মঞ্জুর করেন। সকালে সম্রাটকে আদালতে হাজির করে পুলিশ। এরপর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাতদিনের রিমান্ড আবেদন করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

এরআগে গত ১২ নভেম্বর দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়-ঢাকা-১ এ সম্রাটের বিরুদ্ধে মামলা করেন দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম।

About

Popular Links