পটুয়াখালীর পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে নুডুলস খাওয়া নিয়ে সৃষ্ট দ্বন্দ্বের জেরে এক চীনা নাগরিকের হাতে আরেক চীনা নাগরিক খুন হয়েছেন। শনিবার (১৬ নভেম্বর) রাতে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম।
নিহত চীনা নাগরিকের নাম লিউ জুন (৩৫)। এই ঘটনায় অভিযুক্ত চীনা নাগরিক সং জিয়াংকে (৩০) আটক করেছে পুলিশ। তারা দুইজনই পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক হিসেবে কাজ করেন।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমান জানান, শনিবার রাতে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে নুডুলস খাওয়া নিয়ে দুই চীনা শ্রমিকের মধ্যে বাকবিতণ্ডা হয়। উভয়ের মধ্যে মারামারির একপর্যায়ে এক চীনা শ্রমিকের ছুরিকাঘাতে অপর চীনা শ্রমিক নিহত হয়েছেন।
কলাপাড়া থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম জানান, "এ ঘটনায় সং জিয়াং নামের এক চীনা শ্রমিককে আটক করা হয়েছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।"