চিত্রনায়ক শাকিব খানকে ১০ লাখ টাকা জরিমানা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৮ নভেম্বর) রাজধানীর নিকেতনে অভিযান চলাকালে রাজউকের ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম এই জরিমানা করেন।
নিকেতনে শাকিবের মালিকানায় নির্মাণাধীন একটি ভবনে অবৈধ অংশ থাকায় এ জরিমানা করা হয়েছে বলে জানা গেছে।
রাজউকের যোগাযোগ কর্মকর্তা আতিকুর রহমান বিষয়টি ঢাকা ট্রিবিউনকে নিশ্চিত করে জানান, নিকেতনে চালানো এই অভিযান রাজউকের নিয়মিত কর্মকাণ্ডের অংশ ছিল।
রাজউক সূত্রে জানা গেছে, এক মাসের মধ্যে ভবনে অবৈধ অংশ সরিয়ে না নিলে শাকিবকে জরিমানার অর্থ দিতে হবে, নাহলে তাকে এক বছরের কারাদণ্ডের সম্মুখীন হতে হবে।
রাজধানীর নিকেতনে অভিযান চলাকালে রাজউকের ভ্রাম্যমাণ আদালত ১৮ নভেম্বর শাকিব খানের মালিকানায় নির্মাণাধীন একটি ভবনে অবৈধ অংশ থাকায় ১০ লাখ টাকা জরিমানা করে। সংগৃহীত