প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর টিকাটুলি রাজধানী সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে।
বুধবার (২০ নভেম্বর) বিকেল ৫টা ১৬ মিনিটে টিকাটুলির রাজধানী সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। যা নিয়ন্ত্রণে আসে ৬টা ৩৫ মিনিটে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার পলাশ চন্দ্র মোদক ঢাকা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। মার্কেটের দ্বিতীয়তলা থেকে আগুনের সূত্রপাত হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
আরও পড়ুন - রাজধানীর টিকাটুলিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২৫ ইউনিট
রাজধানী সুপার মার্কেটটি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনের মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সম্পত্তি। মার্কেটটি নারীদের কাপড়, কসমেটিক্স, জুয়েলারি, জুতা ইত্যাদি ফ্যাশন সামগ্রীর জন্য বিখ্যাত। ঢাকার মধ্যবিত্ত ও নিন্ম-মধ্যবিত্তরাই এখানে কেনাকাটা করে থাকেন। মার্কেটটির নিচতলা পাকা হলেও অবৈধভাবে টিনশেড তৈরি করে তা দোতলায় পরিণত করা হয়েছে। মার্কেটটিতে প্রায় ১২০০ দোকান রয়েছে।