Wednesday, March 26, 2025

সেকশন

English
Dhaka Tribune

ঢাকা-মাওয়া মহাসড়কে বাস- মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৯

মাওয়াগামী স্বাধীন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বরযাত্রী বহনকারী ওই মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে

আপডেট : ২২ নভেম্বর ২০১৯, ০৩:১২ পিএম

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া মহাসড়কে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে কমপক্ষে ৯ জন নিহত হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) বেলা ২ টার দিকে শ্রীনগর উপজেলার ষোলঘর বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম খবর নিশ্চিত করেন।

তিনি জানান, দুর্ঘটনায় মাইক্রোবাসের চালকসহ ৯ জন নিহত হয়েছে। এদের মধ্যে ৬ জন দুর্ঘটনাস্হলে, দুই জন ষোলঘর স্বাস্থ্য কমপ্লেক্সে ও একজন ঢাকা মেডিকেল হাসপাতালে মারা যান। গুরুতর আহত হয়েছেন আরো তিনজন।

নিহতরা হলেন- আ. রশিদ বেপারী (৭০), লিজা (২৪), তাবাসসুম(৬), রেনু (১২), কেরামত বেপারী (৭০), মফিজুল মোল্লা (৬৫), তাহসান (৪), বিল্লাল হোসেন (৪০)।

হাঁসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. আব্দুল বাসেদ জানান, "মাওয়াগামী স্বাধীন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বরযাত্রী বহনকারী ওই মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। মাইক্রোবাসের আরোহীরা সবাই একটি বিয়েতে যাচ্ছিলেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।"

ষোলঘর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক শাহ আলম জানান,  বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সে মরদেহগুলো রাখা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে। আহতদেরমধ্যে চারজনকে রেফার করেছি। এছাড়া, আহত আরো ১০ জনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার জানান, নিহতদের প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা করে দেওয়া হবে। তাদের দাফন ও যাতায়াত ভাড়া বাবদ এ টাকাটা দেওয়া হবে।

   

About

Popular Links

x